মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে প্রত্যাশা ডায়াগনস্টিক সেন্টার নামের একটি হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (২৪ আগষ্ট) বিকেলে শহরের সদর হাসপাতাল রোডের ওই ডায়াগনস্টিক সেন্টার এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক শাহিন মোল্লা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে তার কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো কিছু লোকজন। তিনি এ চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আজ বিকেলে ১৫ থেকে ২০ জনের একটি হামলাকারী দল তার হাসপাতালে ভাঙচুর চালায়। এতে হাসপাতালের চিকিৎসার কাজে ব্যবহৃত আল্ট্রাসনোগ্রাফি মেশিন, কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৫৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভুক্তভোগী শাহিন মোল্লা বলেন, একটি মহল আমাকে এখান থেকে উচ্ছেদ করতে এ হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
এ ব্যাপারে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা হামলার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।