খেলাধুলা বার্তা ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে মৌখিকভাবে নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। এদিকে দল ঘোষণার দিনেই বোর্ডকে অনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ছুটি চাইলেন তিনি।
শনিবার (০৪ ডিসেম্বর) সাকিবকে রেখে দল ঘোষণাও করেন নির্বাচকরা। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে কোনো অবজেকশন না পাওয়ায় সাকিবকে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচকরা।
কিন্তু শনিবার রাত গড়ানোর সঙ্গে সঙ্গে সাকিবের নিউ জিল্যান্ড সফরের নাটক নতুন মোড় নেয়। টিম হোটেলে পৌঁছে সাকিব বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীকে চিঠি দেন। চিঠিতে জানান, পারিরারিক কারণে নিউ জিল্যান্ড সফরে যেতে চাচ্ছেন না তিনি।
তবে এ খবর নিশ্চিত করার জন্য বিসিবির দায়িত্বশীল কাউকে মুঠোফোনে পাওয়া যায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, টিম ডিরেক্টর খালেদ মাহমুদের মুঠোফোনে ফোন ও বার্তা পাঠানো হলে তারা কেউ সাড়া দেননি।