Desher Khabor
ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ 

madaripurbarta
আগস্ট ২৯, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সদর উপজেলায় বেলায়েত হোসেন কাজী নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি ফেরত চাইলে হয়রানি করা হয় মিথ্যা মামলা দিয়ে। এই নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা।

জেলা প্রশাসক বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন কাজী ভূয়া কাগজপত্রের মাধ্যমে জোর করে বেশ কয়েকজনের জমি দখল করেছে। সেখানে রেখেছেন ইট, বালু ও পাথর। এমনকি সরকারি জায়গা দখল করে সেখানে তুলেছেন স্থায়ী ঘরবাড়িও। এই নিয়ে কিছু বলতে গেলেই ভুক্তভোগী পরিবারকে হয়রানি করতে দেওয়া হয় মিথ্যা মামলা। জানা গেছে এসময় ঢাকায় থাকতে তিনি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। এ নিয়ে একটি বেসরকারি নিউজ চ্যানেলে তার ভিডিও ভাইরাল ও হয়। এরপরেই তিনি চলে আসেন মাদারীপুরের নিজ বাড়িতে। এরপর থেকেই তিনি হয়ে উঠেন বেপরোয়া।

ভুক্তভোগী মালেক মোল্লা বলেন, এই জমি আমাগো বাপ দাদার আমল থেকে ভোগ করে আসছি। আমাদের দলিল আছে। বেলায়েত কোথা থেকে একটা ভুয়া বি আর এস রেকর্ড করে আমাগো জমি দখল করে রাখছে। কিছু বললেই মেরে ফেলার হুমকি দেয়। আমি আমার জমি ফেরত চাই।

আরেক ভুক্তভোগী আলতাফ মুন্সি বলেন, বেলায়েত বালুর ব্যবসা করার কথা বলে আমার জায়গা কিছুদিনের জন্য ভাড়া নিয়েছে। এখন সেই জায়গা ছাড়ছে না। ছাড়তে বললে বলে ওই জমি নাকি তার। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত বেলায়েত হোসেন কাজীর সাথে মুঠোফোন কল করা হলে, তিনি ঢাকা অবস্থান করছেন বলে বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আমি এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হাতে পাই নি। অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।