Desher Khabor
ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে জেলা সদর হাসপাতালে দুদকের অভিযান

madaripurbarta
আগস্ট ২৯, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় দুদকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালচক্রের সদস্যরা।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মাদারীপুর সমন্বিত অফিসের সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান জানান, জেলা সদর হাসপাতালে রোগীদের প্রতিনিয়ত হয়রানী করা হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে বিষয়টি দুদকের জরুরী ১০৬ নাম্বারে কল দিয়ে অভিযোগ জানান এক রোগী। পরে প্রধান কার্যালয়ের নির্দেশনায় সদর হাসপাতালে অভিযানে আসে মাদারীপুর জেলা কার্যালয়ের দুদকের কর্মকর্তা। এ সয়য় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালচক্র। পরে জেলার সিভিল সার্জণ কার্যালয়ের স্টোর রুমের মজুদ করা ওষুধপত্রের সত্যতা যাছাই করে তারা।
সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান আরো জানান, অভিযান চলাকালে রোগীদের সাথে অসদাচরণ, কেবিন ও সীট পেতে উৎকোচ গ্রহণ, অফিস টাইমে চিকিৎসক না থাকাসহ হাসপাতালের বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। যা ব্যবস্থা গ্রহনের স্বাস্থ্য মন্ত্রনালয়সহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করা হবে। রোগীদের মানসম্মত সেবা দেয়ার লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।