জাহিদ হাসান:
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে ভেসে উঠা অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সকাল দশটার দিকে আড়িয়াল খাঁ নদীর মাদারীপুর শহরের লঞ্চঘাটের স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এখনোও লাশটির পরিচয় চিহ্নিত করা যায়নি। আমরা ধারণা করছি ১০-১৫ দিন আগে মহিলাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।