Desher Khabor
ঢাকাশনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে শিক্ষক সমিতির কমিটি গঠন কাজী ওবায়দুর রহমান সভাপতি, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক

madaripurbarta
সেপ্টেম্বর ৩, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলনে মাদ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে সভাপতি ও খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর আলহাজ¦ আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।
মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খলিলুর রহমান হাওলাদারের সভাপতিত্ব ও সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আকমল হোসেন পিলুসহ অন্যরা।
অনুষ্ঠানে বেতন বৈষম্য ও অন্যান্য সুযোগ সুবিধা বঞ্চিত দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা খুব শীঘ্রই দেশের সকল স্কুল জাতীয়করণের দাবীতে আন্দোলনে মাঠে নামবে বলে ঘোষণা দিয়েছেন মাদারীপুর সদর উপজেলার শিক্ষক নেতারা। মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা এই আন্দোলনের ঘোষণা দেন।
এসময় বক্তারা বলেন, সারা দেশের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন বৈষম্যসহ সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে তারা যে বেতন ভাতা পান তাতে বর্তমান বাজার মূল্যের সাথে কোন ভাবেই মানিয়ে চলা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই তাদের সারাদেশের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয়ভাবে আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে। সেখানে সবাইকে অংশগ্রহণ করারও আহবান জানান মাদারীপুর সদর উপজেলার শিক্ষক নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।