ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শংকরদি গ্রামের মশিউর মোল্লার ছেলে তরিকুল মোল্লা (২০) ও একই গ্রামের র্যাবের ক্রসফায়ারে নিহত কুখ্যাত সন্ত্রাসী নেকা শেখের ভাই বেলা শেখ এর মেয়ে পপসি আক্তারের (১৮) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে তরিকুলকে ৪ মাস আগে সৌদি পাঠিয়ে দেয়া হয়। একপর্যায়ে প্রেমিকা পপসি বাড়ি থেকে পালিয়ে প্রবাসী প্রেমিক তরিকুলের এক আত্মীয় বাড়িতে স্থান নেয়। পরে ১৫ দিন আগে মাদারীপুর সদর থানার মাধ্যমে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। এরপর আবারও পালিয়ে গেলে খুঁজে না পাওয়ার সূত্র ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রেমিক তরিকুলের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালায় বেলা ও তার লোকজন। এসময় নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট সহ ৭ লক্ষ টাকার মালামাল ভাংচুর করে পালিয়ে যায় তারা।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, এসআই নাজমুল ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।