Desher Khabor
ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

madaripurbarta
অক্টোবর ১১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর পৌর এলাকায় গাছ কাটার বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পৌর শহরের মধ্য খাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতালে সূত্রে জানা যায়, মাদারীপুর পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ন বালা বসবাড়ির পাশের একটি চাম্বুল গাছ কাটতে গেলে পান্নু দাস ও তার ছেলেরা বাঁধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের তর্ক বির্তককে কেন্দ্র হামলা পালটা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১১ জন আহত এর। এর মধ্যে ৯ জনকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, নারায়ন বালা(৩৫) মায়া বালা (২৭), মানিক বালা(৩৫) জয় বালা (১৩), রনোজিত দাস (২৭) পাপড়ি দাস (২২), পান্নু দাস (৫০) তপন দাস (২৭), স্বপন দাস (২৫) রতন দাস (২২), বাসুদেব দাস (৩৫)।
আহত নারায়ন বালা বলেন, আমার কেনা গাছ, আমি কাটতে গেলে হঠাৎ করে পান্নু দাস ও তার ছেলেরা আমার ও আমার স্ত্রী সহ আমার পরিবারের উপর হামলা করে। আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে পান্নু দাসের ছেলে তপন দাস বলেন, আমরা কোনো হামলা করিনি। ওরাই আমাদের উপরে প্রথম হামলা করে। এতে আমরা বাবা সহ ৪ ভাই আহত হয়েছি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।