মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে(২৭) আটক করেছে পুলিশ।
(১৪ অক্টোবর)বৃহস্পতিবার বিকালে শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটককরা বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী।
আটককৃত কামরুল হাসান পৌর শহরের নতুন মাদারীপুর এলাকার মোঃ মুকীম হাওলাদারের ছেলে।
পুলিশের দাবী, দীর্ঘদিনের মামলায় ওয়ারেন্টভুক্ত মামলার আসামি ছিলো। বিকালে শহরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আগামীকাল হাজতে প্রেরণ করা হবে।
মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান জাকির বলেন, তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় দিয়ে ফাঁসিয়ে আটক করা হয়েছে।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মিথ্যা মামলা থেকে জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে প্রত্যাহার না দেওয়া হলে আমরা দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হবে।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে পুরাতন বাজার এলাকা থেকে আটক করা হয়। আগামীকালকে তাকে কারাগারে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.