মাদারীপুর প্রতিনিধি:
জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে মাদারীপুরে আলোচনাসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, শিমুল কুমার শাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),ওবায়দুল রহমান খান চেয়ারম্যান সদর উপজেলা,মোঃমাইনুদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাদারীপুর সদর।মোঃসোহাগ মিয়া, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্হিত ছিলো।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করতে হবে।
না হলে আমাদের লক্ষ পূরণ হবে না। কারণ আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ স্যানেটারি বিষয়ে কম জানেন। তাদের সতর্ক করাই আমাদের মূল লক্ষ্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।