মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিদ্দিকুর রহমান তালুকদার এর রুহের মাগফিরাত কামণা করে সোমবার মাদারীপুর পৌরসভা চত্বরে মাদারীপুর পৌরসভার কর্মর্তা-কর্মচারীদের উদ্যেগে দুপুর ১২টা থেকে সাড়ে ১২ পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। এ ছাড়াও প্রতিটি কর্মকর্তা কর্মচারদের ছিল কালোব্যাজ ধারণ, এক মনিটি নিরবতা পালন।
মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশন এর কেন্দ্রীয় মহাসচিব ও মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, মাদারীপুর পৌরসভার কর্মকর্ত-কর্মচারীগণ উপস্থিত ািছলেন।
উল্লেখ্য, মাদারীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিদ্দিকুর রহমান তালুকদার গতকাল ভোর রাতে ঢাকা বারডেম হাসপাতালে উন্তেকাল করেছেন।