মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে সদর উপজেলায় কলাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত গুরুদাস মন্ডল (৫০) সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হরিদাস মন্ডলের ছেলে জানিয়েছে পুলিশ।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, বেলা ১১ টার দিকে কলাবাড়ি বাসস্ট্যান্ডের কাছে একটি ইজিবাইকে করে মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজার থেকে মাছ বিক্রি করে বাহাদুপরের বাড়িতে একটি ইজিবাইকে চড়ে ফিরছিলেন। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি বাসস্ট্যন্ডের কাছে আসলে ঘুমন্ত অবস্থায় ইজিবাইক থেকে ছিটকে নিচে পড়ে গেলে গুরুতর আঘাত পান। দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.