কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে মাথা বিহীন অর্ধ গলিত (২২) বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ (২০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে আড়িয়াল খাঁ নদের উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের কদমতলী খোয়া ঘাট নামকস্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নিহতের উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, নিহত ওই অজ্ঞাত যুবকের মাথা বিহীন অর্ধ গলিত লাশ নদীতে ভাসতে দেখতে পান এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, অজ্ঞাত যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.