জাহিদ হাসান:
জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে মাদারীপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবার) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়। শকুনী লেকপার্ক জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় এসে শেষ করে সংক্ষিপ্ত আলোজনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টি, উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহিদ হাওলাদার বলেন, আমাদের দলের পল্লীবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এর পাশাপাশি চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানাই।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচীব জনাব লিয়াকত খান, জাতীয় পার্টি মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী বেলায়েত হোসেন টেনু মোল্লা, যুগ্ন আহবায়ক আঃ রউফ খান, জেলা মহিলা পার্টির সদস্য সচিব সাবরিন জেরিন, কাইয়ুম খান, গোলাম মোঃ বাদল, জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ শেখ জাহিদুল ইসলাম, ছাত্র সমাজ এর জেলা সভাপতি রাসেল মোল্লা, মাদারীপুর সদর উপজেলার আহবায়ক খোকন তালুকদার, মনির বেপারী, আজীম শিকদার, জামাল হাওলাদারসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.