মাদারীপুরের রাজৈরে ২৭ বছর বয়সী এক যুবতীকে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এসময় ব্যর্থ হওয়ায় ওই যুবতীসহ তার পরিবারের উপর নির্যাতন চালানোর অভিযোগ ভুক্তভোগীদের। দাবি অপরাধীরা ক্ষমতাসীন হওয়ায় প্রতিবাদ করার সাহস পায় না এলাকাবাসী। এদিকে বেড়েই চলেছে বাবা-ছেলের অপকর্ম। তবে মাদারীপুর আদালতে একটি ধর্ষণ চেষ্টার মামলা করেও ভুক্তভোগীরা আবার হামলা ও মিথ্যা মামলার আতঙ্কে রয়েছে। এ ঘটনায় সঠিক বিচারের দাবিতে সোমবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নারায়নপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত যুবক উজ্জ্বল শেখ(৩২) উপজেলার খালিয়া ইউনিয়নের নূরপুর গ্রামের রাজামিয়া শেখের ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী যুবতী ও তার পরিবার জানায়, দীর্ঘদিন যাবত তাকে কুপ্রস্তাবে দিয়ে আসছিলো উজ্জ্বল। রাজি না হওয়ায় তাকে ও তার মাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। ২৬ অক্টোবর দুপুর ২ টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে উজ্জ্বল তার ঘরে ঢুকে মুখ বেধে ধর্ষণ করার চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে মুখের কাপড় খুলে গেলে চিৎকার দেয় ওই যুবতী। পরে তার মা সহ আসপাশের লোকজন ছুটে আসলে উজ্জ্বলের সঙ্গীদের নিয়ে তাদের মারধর করা হয়। এ ঘটনায় সালিশের তারিখ দিয়েও সালিশ না করায় ভুক্তভোগী যুবতী বাদি হয়ে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছে। এদিকে পাল্টা মামলা করার জন্য অভিযুক্ত উজ্জ্বলের মাথায় ব্লেড দিয়ে কেটে রাজৈর হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আবার হামলা ও মিথ্যা মামলার আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার।
স্থানীয়রা জানান, উজ্জ্বল ও তার বাবা রাজামিয়ার চরিত্র খারাপ। দুজনেই এলাকার মেয়ে ও মহিলাদের দিকে কুনজর দেয়। তাদের কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ভাবে নির্যাতন চালায়। তারা ক্ষমতাসীন হওয়ায় কেউ কিছু বলতে পারে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিধবা নারী বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই উজ্জ্বলের বাবা রাজামিয়া আমাকে খুব বিরক্ত করে। রাতে তার জন্য ঘুমাতে পারি না। আমার একমাত্র ছেলে বিদেশে যাওয়ার আগেও তাকে দুইবার ধাওয়াইছে। তার ভাইদের কাছে একাধিকবার নালিশ করেও কোন বিচার পাই নাই।
এ ঘটনা অস্বীকার করে অভিযুক্তের বাবা রাজামিয়া শেখ বলেন, সব মিথ্যা বানোয়াট।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, আমরা কোন অভিযোগ পাই নাই। তবে এ বিষয়ে যদি কোর্টে মামলা করে থাকে তাহলে কোর্টের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবো।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.