মাদারীপুর প্রতিনিধি:
ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে ইজিবাইক, নসিমন, ভটভটিসহ তিন চাকার সকল ধরনের যানবাহন চলাচল বন্ধের দাবীতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মাদারীপুর জেলা বাস মালিক সমিতি। আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এ ধর্মঘট। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পরছেন। তবে সকাল থেকে রাজধানীসহ দেশের অন্য জেলায় বাস চলাচল করলেও ফরিদপুরের উদ্যোশে ছেড়ে যায়নি কোন পরিবহন। এদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ফরিদপুর জেলায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে দাবী করেছেন বিএনপি নেতা-কর্মীরা।
বাস ও মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, উচ্চ আদালতে নিষেধ থাকার পরেও দীর্ঘ দিন ধরে মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। তাই মহাসড়কে এই অবৈধ যনবাহন চলাচল বন্ধের দাবীতে দুইদিনের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
মাদারীপুর জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলেন, ১২ নভেম্বরের ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশে মাদারীপুর থেকে নেতা-কর্মীদের যাতায়াতের বাঁধা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে পরিবহন বন্ধ রাখা হয়েছে। এতে সরকার দলীয় লোকজন জড়িত বলেও দাবী করেন বিএনপির নেতারা।
ফরিদপুরগামী মামুন মুন্সী নামে একযাত্রী বলেন, আমি আমার মাকে নিয়ে ফরিদপুর ডাক্তার দেখাতে যাবো। কিন্তু বাসস্ট্যান্ডে এসে জানতে পারি ফরিদপুরের গাড়ি চলবে না। পরিবহন ধর্মঘট। এই অবস্থায় এখন আমি কি করব।
মাদারীপুর থেকে ফরিদপুরে চলাচলকারী শাহফরিদ পরিবহনের মালিক দেলোয়ার হোসেন জানান, মালিকপক্ষের সিদ্ধান্ত মোতাবেক দুইদিন শুধুমাত্র ফরিদপুরে পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এরবাইরে আর কিছুই বলা যাচ্ছে না।
মাদারীপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার জানান, মাদারীপুর থেকে রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশে পরিবহন চলাচল করছে। কিন্তু মাদারীপুর থেকে ফরিদপুর সরাসরি কোন বাস ছেড়ে যাচ্ছে না। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, শনিবার মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরিয়তপুর এই ৫ জেলা নিয়ে বিএনপির গণ মহাসমাবেশ ফরিদপুরে হবে। এই বিভাগীয় সমাবেশে সাধারণ নেতাকর্মীদের উপস্থিতি কমাতে ধর্মঘট ডাক দিয়েছে মালিক সমিতি। এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.