মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরবাসীকে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নতুন আঙ্গিকে শাহ্ মাদার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের টিবি ক্লিনিক সড়কের (শকুনি) এলাকায় ফিতা কেটার মধ্য দিয়ে সবার জন্য হাসপাতালটির দ্বার চিকিৎসা সেবার জন্য খুলে দেন সিভিল সার্জন ডাঃ মনির আহমেদ খান।
হাসপাতালটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ড. মুনির আহমেদ খান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর-ই-আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতের চন্দ্র মন্ডল, ডাঃ গোলাম সরোয়ার এমডি নিরাময় প্রাঃ হাসপাতাল। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকছেদ মুন্সী, ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাওলাদার, আনু উকিল, হাসপাতালের পরিচালক হাজী মিজান মুন্সী, শাজাহান সরদার, ডঃ টি এম শাহীন ইকবালসহ অন্যান্যরা।
শাহ্ মাদার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের
চেয়ারম্যান বীরমুক্তিযোদ্দা আব্দুল খালেক জানান, আমরা উন্নত মানের চিকিৎসা নিয়ে মানব সেবা করার লক্ষে এ-ই হাসপাতাল চালু করেছি। আমরা সকলের কাছে দোয়া চাই, যে মান অক্ষুন্ন রেখে সঠিকভাবে সেবা দিতে পারি।