Desher Khabor
ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে উন্নত স্বাস্থ্য সেবায় শাহ্ মাদার হাসপাতালের উদ্বোধন

madaripurbarta
নভেম্বর ১৫, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরবাসীকে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নতুন আঙ্গিকে শাহ্ মাদার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের টিবি ক্লিনিক সড়কের (শকুনি) এলাকায় ফিতা কেটার মধ্য দিয়ে সবার জন্য হাসপাতালটির দ্বার চিকিৎসা সেবার জন্য খুলে দেন সিভিল সার্জন ডাঃ মনির আহমেদ খান।

হাসপাতালটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ড. মুনির আহমেদ খান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর-ই-আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতের চন্দ্র মন্ডল, ডাঃ গোলাম সরোয়ার এমডি নিরাময় প্রাঃ হাসপাতাল। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকছেদ মুন্সী, ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাওলাদার, আনু উকিল, হাসপাতালের পরিচালক হাজী মিজান মুন্সী, শাজাহান সরদার, ডঃ টি এম শাহীন ইকবালসহ অন্যান্যরা।

শাহ্ মাদার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের
চেয়ারম্যান বীরমুক্তিযোদ্দা আব্দুল খালেক জানান, আমরা উন্নত মানের চিকিৎসা নিয়ে মানব সেবা করার লক্ষে এ-ই হাসপাতাল চালু করেছি। আমরা সকলের কাছে দোয়া চাই, যে মান অক্ষুন্ন রেখে সঠিকভাবে সেবা দিতে পারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।