মাদারীপুর প্রতিনিধি:
সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষে মাদারীপুর জেলা প্রশাসকের ত্রান ভান্ডারে ৩৫০টি শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেছে দেশের স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান আশা।
রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিঞ্জ জেলা ম্যাজিষ্টেট ড. রহিমা খাতুন এর নিকট আনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র হস্তান্তর করেন আশার ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রিয়াজ উদ্দিন,আশা-মাদারীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার গনেশ চন্দ্র দাস, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ এমদাদ হোসেন ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এসময় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য আশার এ মানবিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আশার সকল কর্মকর্তাদের প্রতি কৃতঙ্ঘতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.