মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় জেলা প্রশাসক কার্যালয় ভেতরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। পরে মুক্তিযোদ্ধা, সরকারি, বেসরকারি, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুপ্তপূর্ন বেশ কয়েটি সড়ক প্রদক্ষিণ করে জেলা আছমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
জেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান হাওলাদার, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ জেলার মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.