Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট, আহত ৮

madaripurbarta
ডিসেম্বর ২২, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে অবৈধ ইটভাটায় অভিযানে গেলে ভ্রাম্যমান আদালতে দায়িত্বরত কর্মকতাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮জন আহত হয়েছে।

স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের লোকজন। অভিযান শুরু করলে জেএসবি ব্রিক্সের মালিক মো. সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত অফিসারদের উপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ পরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিবসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এসময় দায়িত্বরত কর্মকর্তাদের গাড়ি ভাঙচুর করে। পরে অভিযান বন্ধ রাখা হয়। এরপরে ৭টি ইটভাটাকে সাড়ে ১৬ লক্ষ টাকা জমিরানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরে অর্ধশত ইটভাটা নিয়মনীতির তোয়াক্কা না করেই ইট প্রস্তুত করছে। এতে করে নষ্ট হচ্ছে ফসলি জমি। বিরুপ প্রভাব পড়ছে পরিবেশের উপর।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, আমাদের নির্দেশ ছিলো সোবাহান ফকিরের জেএসবি ভাটা ভাঙ্গার। কারন এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু আমরা অভিযান শুরু করলে আমাদের উপর প্রায় দুই হাজার লোক হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করেছে। এই ভাটা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।