ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে মো. জসিম গাজী (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বাড়ির পাশে ধান ক্ষেতের পাম্প থেকে আরেকটি লাইটের সংযোগ দিতে গিয়ে দূর্ঘটনার শিকার হন তিনি। শনিবার দিবাগত রাত দশটার দিকে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম গাজী কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের ৬ নং ওয়ার্ডের সালাম গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জসিম গাজী ধান ক্ষেতের পাম্পে পানি ঠিকমতো জমিতে পরছে কি না তা দেখার জন্য নিজেই বিদ্যুতের কাজ শুরু করেন। পরে ধানের জমিতে যে সেচ পাম্প ছিলো সেখান থেকে বৈদ্যুতিক সংযোগ তারের মাধ্যমে অন্যস্থানে একটি বৈদ্যুতিক লাইনের সংযোগ মেইন সুইচ বন্ধ না করে দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরটি পেয়েছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.