Desher Khabor
ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার

madaripurbarta
মার্চ ১, ২০২৩ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:

মাদারীপুরে চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার অন্যতম আসামি আলমগীর হাওলাদার (৪৫) ও দেলোয়ার মাদবর (৩২)কে সিলেটের সুরমা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সদর মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকার চায়ের দোকান থেকে আউয়াল মাতুব্বরকে ডেকে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। নির্জন জায়গায় নিয়ে তাঁকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে স্থানীয় নান্নু, চুন্নু মাতুব্বরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাঁকে উদ্ধার করে ফরিদপুরে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে জুয়েল মাতুব্বর বাদী হয়ে ৬ ফেব্রুয়ারি ৫১ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) টেকনোলজি ও গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসনে চৌধুরী নেতৃত্বে সঙ্গী অফিসারসহ অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে আলমগীর হাওলাদার ও দেলোয়ার মাদবরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর লক্ষীগঞ্জ নতুন মাদারীপুর এলাকার হাফেজ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায়, হত্যা, চাঁদাবাজী, অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ৩০টি মামলা চলমান রয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আউয়াল হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের সিলেট থেকে মাদারীপুরে আনা হয়েছে। বুধবার তাঁদের আদালতে হাজির করা হবে। মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।