Desher Khabor
ঢাকাবুধবার , ৮ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে কুপিয়ে জখম

madaripurbarta
ডিসেম্বর ৮, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

গৌরনদী প্রতিনিধি:

তুচ্ছ ঘটনার জেরধরে মা-ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম মাহিলাড়া গ্রামের।

বুধবার সকালে ওই গ্রামের মৃত শহর আলী মৃধার পুত্র আবুল বাসার জানান, একই এলাকার ট্রাক্টর চালক কুদ্দুস মৃধাকে আমার বোরো আবাদের জমি চাষ দেয়ার কথা বললে সে (কুদ্দুস) অস্বীকৃতি জানায়। পরবর্তীতে অন্য একজন ট্রাক্টর চালক মঙ্গলবার সকালে ওই জমি চাষ দেয়ার জন্য গেলে জমি চাষে বাঁধা প্রদান করে কুদ্দুস ও তার লোকজন। এসময় তার (আবুল বাসার) স্ত্রী হাসিনা বেগম ও পুত্র নাঈম মৃধা জমি চাষে বাঁধা প্রদানের বিষয়টি জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে কুদ্দুসের ভাই সাহেব আলী মৃধা এবং তার পুত্র পারভেজ মৃধা, রাশেদ মৃধাসহ ট্রাক্টর চালক কুদ্দুসের অন্যান্য সহযোগীরা ধাঁরালো অস্ত্র দিয়ে হাসিনা ও তার পুত্র নাঈমকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।