বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারত-বাংলাদেশ যাওয়াত কারী পাসপোর্ট যাত্রীদের সুরক্ষার জন্য নিয়োজিত আনসার বাহিনী প্রত্যাহার করে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজি ও বিভিন্ন ভাবে হয়রানি অভিযোগে এ বাহিনীকে চেকপোস্ট থেকে প্রত্যাহার করা হয়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, বন্দরের প্যাসেঞ্জার ট্রার্মিনাল এলাকায় নিয়োজিত আনসার বাহিনীর বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগসহ নানা ধরনের অপরাধ তদন্তসাপেক্ষ প্রমাণিত হয়েছে। তাই এখান থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে আর্মস পুলিশ বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়েছে। আর্মস পুলিশ মোতায়েনের পর প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান বন্দরের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.