কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে প্রেমের টানে পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রেমিকের প্রলোভনে গত ৫ এপ্রিল সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নিয়ে না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলে কুড়িগ্রাম সদর থানা পুলিশ অনুসন্ধান করে জানতে পারে ওই ছাত্রী ফুলবাড়ী সীমান্ত এলাকায় আছে। পরবর্তীকালে কুড়িগ্রাম সদর থানার একটি দল তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.