Desher Khabor
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

madaripurbarta
এপ্রিল ১২, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরে পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম সরদার (৩৫) এক পৌরসভার কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের শকুনি লেকের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে। তিনি শামীম ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকার সিদ্দিক সরদারের ছেলে। শামীম মাদারীপুর পৌরসভার পানি ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভায় অস্থায়ী কর্মী হিসেবে পানির লাইন মেরামতের কাজ করতেন শামীম। প্রতিদিনের মত বুধবার সকাল থেকে শকুনি লেকের দক্ষিণ পাড়ে পানির লিকেজ লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে পানি অপসারণ করতে গিয়ে অসাবধানবশত বৈদ্যুতিক তারের সঙ্গে শামীমের পা লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি অন্য কর্মীরা বুঝতে পেরে দ্রæত শামীমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে এক পৌরসভা কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশটি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।