শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও মেম্বার পদে বন্দরখোলা কাঁঠাল বাড়ী দুইটি ইউনিয়নের প্রার্থীরা মনোয়নপত্র জমা দেন।
সকাল থেকে প্রার্থীরা তাদের ধর্মীয় বিষয় গুলো গুরুত্ব দিয়ে পারিবারিক কবরস্থান, প্রয়াত নেতাকর্মী ও বাহাদুরপুর পীর হাজী শরীয়তুল্লাহ কবরস্থান জিয়ারত করে মনোয়নপত্র দাখিল করতে আসেন শিবচর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ।
মাদারীপুরের শিবচরের পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় কোনো দলের দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। এতে করে ভোটারদের মাঝে আনন্দ উৎসব দেখা যায়। উন্মুক্ত ভাবে নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা রাখে। চেয়ারম্যান ,সংরক্ষিত ও মেম্বার প্রার্থী হিসেবে নবীন-প্রবীণ প্রার্থীরা অংশগ্রহণ করেন।
কাঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোতাহার হোসেন বেপারী ও বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদে নমিনেশন পেপার জমা দেন হাজী আঃ রহমান খান সাদ্দাম, মোঃ মিজানুর রহমান শিকদার, মোঃ নিজামউদ্দিন আহমেদ, মোঃ নবেল শিকদার সহ সংরক্ষিত ও মেম্বার প্রার্থীরা।