মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের চরমুগরিয়া ইকোপার্ক নির্মাণ প্রকল্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রকল্পের নির্মাণ কাজের সময় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল (১৩ মে) শনিবার বেলা ১ টার দিকে এই দুর্ঘটনায় মুজাহিদ চাপরাশি (১৯) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিহত মুজাহিদ চাপরাশি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা গ্রামের শাহজালাল চাপরাশির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া বানরদের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান সার্বিক ইন্টারন্যাশলের নির্মাণাধীন ইকোপার্ক প্রকল্পের পুকুর সংস্কার ও বাঁধাইয়ের কাজে ইকোপার্কের পাশের মোহম্মদ জামির বেপারীর বাড়ি থেকে অল্প খরচে (আবাসিক বিদ্যুত বিল রেট) সাইড লাইনের সংযোগ ব্যবহার করে ইকোপার্কের বিভিন্ন প্রকল্পের কাজ চলছিল। মুজাহিদ চাপরাশি ইকোপার্কের ভেতরে অবস্থিত পুকুর সংস্কার ও মেরামতের কাজ করার সময়ে অবৈধ ভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা শাহজালাল চাপরাশি বলেন, ‘আমি ও আমার ছেলে দুজনেই চরমুগরিয়া বানরের ইকোপার্কে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলাম। কাজের সময় হঠাৎ ইকোপার্কের বিদ্যুতের তার আমার ছেলেকে ধরে। পরে হাসপাতালে আনতে আনতেই মারা যায়। শুনেছি ওই বিদ্যুতের তার অবৈধ সংযোগ দিয়ে নেওয়া ছিল। আমি পুরা বিষয়টির তদন্ত শেষে ন্যায় বিচার চাই বলেই তিনি ছেলের শোকে কাতর হয়ে পড়েন।
এই বিষয়ে মাদারীপুর ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ‘ইকোপার্কে নির্মাণ কাজের সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বৈধ ভাবে মিটার স্থাপন করে নির্মাণ কাজ করার কথা। কিন্তু তারা যদি সেটা না করে থাকে তাহলে তা ঠিক হয়নি। বিষয়টি আমি খোজ খবর নিয়ে দেখব।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, ইকোপার্কে বিদ্যুৎপৃষ্ঠে এক নির্মাণ শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.