Desher Khabor
ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

madaripurbarta
মে ২৩, ২০২৩ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে কেন্দ্রীয় আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

জানা গেছে, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ একটি সভায় “আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে” হত্যার হুমকি দেয়। সেই অভিযোগে সারাদেশের ন্যায় মাদারীপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করছে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শহরের পুরান বাজার দলীয় কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা। এ সময় বক্তারা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওপর যেকোনো হামলার প্রতিবাদ করতে আওয়ামীলীগের নেতা কর্মীরা সবসময় রাজপথে আছে। প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য আবু সাঈদ চাদকে আইনের আওতায় আনার দাবি করেন তারা। চাদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মাদারীপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহ-সভাপতি আজাদ মুন্সি। এছাড়াও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।