গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহ প্রধান ও সভাপতিদের নিয়ে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ মে) বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিষ কুমার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি।
এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহাবুবুল রহমান, বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জীসহ অন্যরা।
কর্মশালায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন সম্পর্কে সভাপতি ও প্রধানদের জানানো হয়। এর সমন্বয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে দিক নির্দেশামূলক আলোচনা করা হয়। এরমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক যেমন, যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন, বাল্যবিয়ে প্রতিরোধ, ভোটের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াসব্লক নিশ্চিত করাসহ নানা দিক তুলে ধরা হয়। কর্মশালায় প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিরা এ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করার আশ্বাস দেন।