মাদারীপুর প্রতিনিধি >>
মাদারীপুরে গনেশ পগলের কুম্ভমেলা থেকে জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়ারীকে আটক করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৯ মে) রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১২’হাজার ৬’শত ২০টাকা উদ্ধার করা হয়। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার কদম বাড়ী গনেশ পাগলের মেলায়(কুম্ভমেলা) চলাকালীন সময়ে কিছু অসাধু লোক জুয়া খেলা পরিচালনা করে আসছিলো। এতে অতি লোভের আসায় সহজ সরল সোজা অনেক মানুষ প্রতারিত হচ্ছেন। এমন সংবাদে সোমবার গভির রাতে অভিযান পরিচালনা করে ১টি চকড়া,৬টি ছক্কা, ৪টি বৌরানী, ১টি ব্যানার কোট ও নগদ ১২’হাজার ৬’শত ২০টাকা সহ সাত জনকে আটক করা হয়।
আটক কৃতরা হল, নড়াইল জেলার নড়াগাতি কালিয়া গ্রামের মৃত- সত্য রঞ্জন সরকারের ছেলে উত্তম কুমার(২৭), সিরাজগঞ্জ জেলার খোকশাবাড়ী এলাকাযর মৃত- মনতাজ আলীর ছেলে মো. বেল্লাল হোসেন (৫৫), সিরাজগঞ্জ জেলার কান্দাপাড়া এলাকার মৃত- মহর মন্ডলের ছেলে মো. মোসলেম মন্ডল (৪৫), সিরাজগঞ্জ জেলার কালিয়া কান্দাপাড়া এলাকার পিতা-মৃত- মজিবুর রহমানের ছেলে মো. হাফিজুল ইসলাম (৪০), নাটোর জেলার বাগ হাতিপাড়া পাচুড়িয়া এলাকার মো. নওশাদ আলী (৪২), সিরাজগঞ্জ জেলার কালিয়া কান্দাপাড়া এলাকার মৃত- কিসমত মন্ডলের ছেলে মাহাম মন্ডল(৪৫), নাটোর জেলার বাগ হাতিপাড়া পাচুরিয়া এলাকার মো. আফসার উদ্দিনের ছেলে মো. শরীফ (৫২)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, আটক কৃতরা পেশাদার জুয়ারী তারা দেশের বিভিন্ন মেলায় জুয়ার আসর বসায় এবং নিজেরা প্রলোভন দেখিয়ে অন্যদের জুয়ায় টাকা লাগাতে লোভ তৈরী করে। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.