কালকিনি প্রতিনিধি >>
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে জামগাছে উঠে জাম পাড়তে গিয়ে জামগাছের ডাল ভেঙ্গে পুকুরের পানিতে পড়ে ঈশান সিকদার (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানান, ঈশান সিকদার নামের এক স্কুল ছাত্র গতকাল রবিবার বিকেলে ছাদেল সিকদারের পুকুর পাড়ের জাম গাছে উঠে জাম পাড়ছিল। হাতের নাগাল থেকে একটু দুরের জামের থোকার জাম ধড়তে গিয়ে না ধড়তে পেড়ে অতিরিক্ত চাপে পায়ের নিচের ডাল ভেঙ্গে পুকুরের পানিতে পড়ে যায়। সাতার না জানায় পানি থেকে উপরে উঠতে পাড়েনি সে। সংবাদ পেয়ে মা ও বোন পানিতে খোজাখুজি করে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে।
মৃত ঈশান কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বজলু সিকদারের ছেলে ও মোল্লাহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.