প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ
মাদারীপুরে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

জাহিদ হাসান >>
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের ১ কোটি ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে ২২ জন ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোঁটন চন্দ ও জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা।
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের এলএ কেস নং ৫/১২/২০ এর শিবচরের গোয়ালকান্দা মৌজা ও পদ্মা সেতু এপ্রোচ সড়ক প্রকল্পের এলঅএ কেস নং ২/২১/২২ এর ৯২ নং কুতুবপুর মৌজার মোট ২২ জন ক্ষতিগ্রস্তওদর মাঝে এই চেক বিতরণ করা হয়। এসময় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা কোন হয়রানি ছাড়াই ক্ষতিপূরণের চেক পেয়েছেন বলে জানান। আগামীতে ক্ষতিগ্রস্তদের সকল চেক তাদের হাতে পৌছে দেয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor@gmail.com, মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.