প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ২:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ২:০৮ পূর্বাহ্ণ
ডাসারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার >>
মাদারীপুরের ডাসারে মো. রাকিব শিকদার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১২ জুলাই) বিকেলে উপজেলার উত্তর ডাসার কাঠাঁলতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
মো. রাকিব শিকদার ওই এলাকার মো. জাকির শিকদারের ছেলে। তিনি ডাসার ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমীর দশম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, গতকাল রাতে মোবাইলে গেম খেলায় ওই শিক্ষার্থীর বাবা বকাবকি করলে সে অভিমান করে রাতে বাসা থেকে বের হয়। তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল নম্বরে কল করলে মোবাইলে রিং বেজে ওঠে। এসময় তার এক সহপাঠী বাড়ীর পাশের একটি গ্রেজ ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, পরিবারের সাথে অভিমান করে রাকিব শিকদার গলায় ফাঁস দিয়ে অত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor@gmail.com, মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.