প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ
মাইকের ব্যবসা করে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন কালাম হাওলাদারের

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার >>
সমাজিক অনুষ্ঠান, বিয়ে, যাত্রাপালাসহ রাজনৈতিক মাঠে মাইকের ব্যবহার একসময় দাপিয়ে বেড়িয়েছে। এসকল অনুষ্ঠানে দুই থেকে তিনদিন আগেই মাইক ভাড়া করতে হতো। সময়ের সাথে সাথে আধুনিক সাউন্ড সিস্টেম আসার পরে মাইকের কদর কমতে শুরু করছে। তাই এই পেশায় ব্যবসা আগের মত লোক নেই বললেই চলে। বলছি ডাসার উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. কালাম হাওলাদরের জীবন সংগ্রাম।তিনি দীর্ঘ ৪০ বছর মাইক ব্যবসার সাথে জড়িয়ে আছে তার জীবন। সে উপজেলার মৃত: ইউসুফ হাওলাদারের ছেলে। ভিটেমাটি বলতে মাথা গোঁজার জন্য বাড়ীতে থাকার জন্য রয়েছে ২ শতাংশ জায়গার উপর একটি টিনের ঘর। পরিবারে রয়েছে ৭ মেয়ে এক ছেলে। তার ছোট মেয়ে এ বছর এস. এস.সি পরিক্ষায় মাদারীপুর বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়ে, কলেজে ভর্তি হয়েছেন। ছোট মেয়েকে নিয়ে মাইক ব্যবসায়ী কালামের চোখেমুখে অনেক স্বপ্ন।মেয়েকে ডাক্তার বানাবে। তাই শত কষ্টের মাঝেও মেধাবী মেয়েকে পড়ালেখার খরচ যোগাতে দিনরাত পরিশ্রম করে চলছেন।
খোঁজ নিয়ে জানাযায়, মো. কালাম হাওলাদার পূর্বে ১০-১২ বছর আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পরে পেশা পরিবর্তন করে মাইক ব্যবসার সাথে জড়িত হন। সেই থেকে শুরু করে ৪০ বছর ধরে একই পেশায় নিয়োজিত আছেন।
তিনি জানান, আগে মাইকের বেশ চাহিদা ছিল।ব্যবসাও ভাল ছিল। এখন নিত্য নতুন সাউন্ড বক্সের কদর বেড়েছে। মাইক ব্যবসা ভালো যাচ্ছে না।ব্যবসা করে যে টকা উপার্জন করি তাই দিয়ে পরিবার নিয়ে কোনমতে সংসার চালাই। আমার ছোট মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তাকে ডাক্তার বানাতে চাই। মেয়ের পড়ালেখার খরচ যোগাতে দিনরাত হিমশিম খেতে হচ্ছে। এখন পর্যন্ত কারও কাছে কোন সহযোগিতা পাইনি। সরকারি কোন সাহায্য সহযোগিতা পেলে আমার মেয়ের লেখাপড়া সামনে চালিয়ে যেতে পারবো।
এবিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান বলেন, কালাম হাওলাদার সমাজসেবা অফিসে আসলে তার দোকানের জন্য সরকারি সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেওয়া যাবে।এছাড়াও সমাজসেবা পরিষদে কোন অনুদান আসলে তাকে দেওয়া হবে।
Menn må gå til meg selv -aksjon for å gi deg en orgasme. De tillater seg ikke å glede seg over gleden før du når den før. På den ene siden er det selvfølgelig bra, men https://apotek-norge24.com/kjope-kamagra-100mg-uten-resept-online/ å dempe lidenskapen din, blir menn tvunget til å kontrollere seg selv, og dette bidrar tydeligvis ikke til glede. Å gjenopprette rettferdighet, slik at han i det minste i dag bare kan fokusere på seg selv, eller bare ta i bruk oralsex hele natten.
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor@gmail.com, মোবাইল: ০১৯২৭৩০৮৬২০
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.