বার্তা ডেস্ক >>
মাদারীপুরের কালকিনিতে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে টিকটক ভিডিও তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অপরাধে ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষক ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ৪ শিক্ষার্থী মিলে তাদের বিদ্যালয় ক্লাশ চলাকালে আরেক রুমে বসে ফোন দিয়ে নিজেরাই টিকটিক তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় টিকটককারী ওই চার শিক্ষার্থীকে নিয়ে এলাকার বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়।
এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের চরম সমালচনার মধ্যে পরতে হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরন অভিযুক্ত ওই চার শিক্ষার্থীকে ডেকে তাদের শাস্তি হিসেবে সাময়িকভাবে বিদ্যালয় থেকে বহিষ্কার করার ঘোষণা দেন।
কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরন জানান, স্কুল হচ্ছে পড়ালেখা শেখার জায়গা, এটা কোন টিকটক করার জায়গা নয়। অভিযুক্ত চার ছাত্রীকে শাস্তি দেয়া হয়েছে এ কারণে তাদের মত আর কোন শিক্ষার্থী বিদ্যালয় এসে আর যেন অন্যায় অপরাধ করতে না পারে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.