Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে হতদরিদ্র আবিজুলের ভাগ্যে জোটেনি সরকারি ঘর

madaripurbarta
আগস্ট ২৪, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক >>

মাদারীপুর ডাসার উপজেলা গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ১৩ আগষ্ট মারা গেলেন মৃত আঃ গনি হাওলাদারের ছেলে আবিজুল হাওলাদার। পরিত্যক্ত ঘরে বসবাস করে আসছে দীর্ঘদিন। অসহায় হতদরিদ্র আবিজুলের ভাগ্যে জোটেনি মুজিববর্ষের সরকারি ঘর। দেখার কেউ নেই এই অসহায় বাসস্থান। কেউ আসে নেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মারা গেলেন পরিবারে স্ত্রী সহ ৩টি সন্তানকে রেখে।

অনেকে দেখেও দেখেনি বাড়ায়নি সাহায্যের হাত। সরকারি একটি ঘরের জন্য সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো ব্যবস্থা হয়নি। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষ, বিত্তশালী, সামাজিক ব্যক্তি ও প্রবাসীসহ সবার কাছে অনুরোধ এই অসহায় পরিবারের একটি ঘরের ব্যবস্থা করার জন্য।

দেখা গেছে, জরাজীর্ণ ঝুপড়ী ঘর, চারদিকে চট, টিন, পলিথিন আর লাকড়ির ঘেরা, সেই ঝুপড়ি ঘরে বসবাস ভূমিহীন এই পরিবারের। জমি ও ঘরহীন স্বামী পরিত্যক্তা অসহায় দরিদ্র দিন মজুর আবিজুলের কথা যার সংসার চলে মানুষে বাড়িতে চেয়ে চিন্তে।

আবিজুলের স্ত্রী নুপুর বেগমের জানায়, স্বামীর ক্যান্সারে যতটুকু সম্বল ছিল সব শেষ। তিনি বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করে পরিবারের ভরণ পোষণ করে আসছিল। তিনি তো চলে গেলেন। এখন সন্তানদের নিয়ে আমি জীবনযাপন করবো কি ভাবে। একটা ঘর হলে সবাই মিলে একটু ভাল ভাবে থাকতে পারতেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।