বার্তা ডেস্ক >>
মাদারীপুরে অভিযান চালিয়ে ২৬৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার চাপাতলী এলাকার থেকে মাসুদ সরদারকে (৩০) গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মাসুদ সরদার চাপাতলী গ্রামের হেমায়েত সরদারের ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার চাপাতলী এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন মাসুদ সরদার নামের এক মাদক কারবারি। এমন খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম খান অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কৌশলে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ২৬৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, মাদকদ্রব্য উদ্ধার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার চাপাতলী থেকে মাসুদ সরদার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।