দেশের খবর ডেস্ক:
আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষ্যে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ (২১ নভেম্বর) মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দলীয় নেতা কর্মীরা। উৎসবমূখর পরিবেশের মধ্যেদিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মনোনয়ন ফরম কিনেছেন। বঙ্গবন্ধু এভিনিওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপ, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় আওয়ামী লীগের বারবার নির্বাচিত সদস্য আনোয়ার হোসেন ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভাই ডাক্তার সৈয়দ আবুল হাসান।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.