কালকিনি প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে বাস যাত্রীদের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এ হামলায় পোশাক শ্রমিকসহ ৩ জন যাত্রী আহত হয়েছে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনা নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার ভুরঘাটা বাস স্ট্যান্ডের একটি পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও হাসপাতাল সুত্রে জানাগেছে, পৌর এলাকার পশ্চিম মিনাজদী গ্রামের পোশাক শ্রমিক শহিদুল তালুকদা, ইমন সরদার ও জিহাদ তালুকদার ঢাকা যাওয়ার জন্য পৌর এলাকার ভুরঘাটা বাস স্ট্যান্ডের একটি কাউন্টারে টিকিট কাটতে যায়। এ সময় তাদেরকে ভালো মানের বাসের টিকিট না দিয়ে নিন্মমানের বাসের টিকিটের কথা বলে কাউন্টার কর্তৃপক্ষ। এ নিয়ে ওই বাস যাত্রীর সঙ্গে কাউন্টার কর্তৃপক্ষের তর্কবিতর্ক হয়। এক পর্যায় ওই কাউন্টারে বসে হঠাৎ করে বাস যাত্রী তিনজনক পেছন থেকে বেদম মারধর শুরু করে দুর্বৃত্তরা। এতে আহত হন পোশাক শ্রমিক শহিদুল তালুকদা(৩২), ইমন সরদার ও জিহাদ তালুকদার। পরে তাদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শহিদুল তালুকদার বলেন, আমাদেরকে বিনা অপরাধে মারধর করেছে কাউন্টারের লোকজন। তাই আমরা থানায় মামলা করবো।
তবে এ বিষয় জানতে চাইলে কাউন্টার কর্তৃপক্ষ এড়িয়ে যান।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.