জাহিদ হাসান:
মাদারীপুরে প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থা প্রশিসেস বিদ্যালয়ের আয়োজনে পাঁচ শতাধিক প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রশিসেস বিদ্যালয় মাঠে কম্বল, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন স্লোগানে ৩২তম আর্ন্তাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে কম্বল, হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ড. সেলিনা আখতার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবির মাহমুদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকবর হাওলাদার, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যরা।