জাহিদ হাসান:
মাদারীপুরে ব্যাটারিচালিত ৫ টি চোরাই অটোভ্যান উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান।
গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামের মৃত আইয়ুব আলী শিকদারের ছেলে রেজাউল শিকদার (৩০), আমবাড়ি গ্রামের বাদল বেপারী ছেলে সুজন বেপারী (২৮), একই এলাকার মৃত মকবুল খালাসীর ছেলে আমিনুর খালসী (২৬)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ডের ইউনুছ শেখের মালিকানাধীন ফিরোজ খান ও আল্লাহর দান ফল ভান্ডার ফাঁকা আড়ৎ হইতে ০২টি ব্যাটারি চালিত চোরাই অটোভ্যান সহ আন্তঃজেলা অটোভ্যান চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে ১নং আসামী রেজাউল শিকদার এর স্বীকারোক্তি মতে মোস্তফাপুর বাসস্ট্যান্ডের মিজানুর খালাসীর ইসলামিয়া ফল ভান্ডার নামক ফাঁকা আড়ৎ থেকে আসামী আমিনুল খালাসীর দখল হইতে ১টি ব্যটারিচালিত চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়। পরবর্তীতে ১ ও ২নং আসামীর স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে মোস্তফাপুর আমবাড়ীর বাদল বেপারীর গ্যারেজ হইতে ০২ টি ব্যাটারী চালিত চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়।
মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। উক্ত চেরাইচক্রের মূল হোতা রেজাউল শিকদার ও আমিনুর খালাসীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।