Desher Khabor
ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

Zahid Hasan
ডিসেম্বর ৪, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডাসার প্রতিনিধি:
সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য যুগশ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা বাংলাদেশের বিদ্যাসাগরখ্যাত প্রয়াত সৈয়দ আবুল হোসেনের স্মরণসভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে। আজ সোমবার দুপুরে তার পরিবারের উদ্যোগে উপজেলা চত্ব¦রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য প্রয়াত সৈয়দ আবুল হোসেনের জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরেন রাজনৈতিক সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, মো. মতিউর রহমান হাওলাদার, ডাসার থানার ওসি মো. কামাল হোসেন ও শশিকার শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ প্রমুখ।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন।
তিনি ১৯৫১ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।