ডাসার প্রতিনিধি:
সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য যুগশ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা বাংলাদেশের বিদ্যাসাগরখ্যাত প্রয়াত সৈয়দ আবুল হোসেনের স্মরণসভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে। আজ সোমবার দুপুরে তার পরিবারের উদ্যোগে উপজেলা চত্ব¦রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য প্রয়াত সৈয়দ আবুল হোসেনের জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরেন রাজনৈতিক সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, মো. মতিউর রহমান হাওলাদার, ডাসার থানার ওসি মো. কামাল হোসেন ও শশিকার শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ প্রমুখ।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন।
তিনি ১৯৫১ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন। সৈয়দ আবুল হোসেন আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.