কালকিনি প্রতিনিধি:
বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বেড় করে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. কায়েসুর রহমান, কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান, সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ কাইয়ুম আলী, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেহেল রানা মিঠু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.