Desher Khabor
ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে প্রধানমন্ত্রীর আগমন সফল করতে বর্ধিত সভা

Zahid Hasan
ডিসেম্বর ২৫, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি প্রতিনিধি:
আগামী ৩০ ডিসেম্বর মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কালকিনিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকালে উপজেলার পৌরসভার মাঠে এই বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য শাজাহান খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য শাহাবুদ্দিন ফরাজি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আবুল বাসার, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুনির চৌধুরী, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. লোকমান সরদার, কালকিনি পৌরসভা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, পৌর মেয়র এস.এম হানিফসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।