জাহিদ হাসান:
মাদারীপু-৩ আসনের নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম ও পরাজিত নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ করেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে মাদারীপুর প্রেসক্লাবে নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলন করেন।
মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনের দিনই কেন্দুয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ৪ জন এজেন্টকে মারধর করা হয় এবং ফলাফল ঘোষণার পূর্বেই উক্ত ইউনিয়নে ঈগলের এজেন্ট ও কর্মীদের ২২/২৩টি বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় ঈগল প্রতীকের আনন্দ মিছিলে বোমা হামলা চালিয়ে ১০ জনকে আহত ও বিভিন্ন এলাকায় ঈগলের কর্মীদের উপর হামলা ও বাড়ি-ঘরের ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেন।
অপরদিকে, সংবাদ সম্মেলনে গোলাপ এসব অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে।
দুজনেই সহিংসতা বন্ধের জন্য স্থানীয়দের অনুরোধ করেন। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে সহিংসতা বন্ধের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।