সৈয়দ রাকিবুল ইসলাম:
মাদারীপুরের ডাসারে পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খালা বাড়ী বেড়াতে এসে মো. মাহাদী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহাদী সদর উপজেলার মার্দা গ্রামের জসিম সরদারের ছেলে। বুধবার বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জনাগেছে বিকেলে খালা বাড়ীর উঠানে খেলা করছিল শিশুটি। পরে সবার অগোচরে বাড়ীর পাশের একটি পুকুরে পাঁ পিছলে পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যু হয়।
অপরদিকে একই দিনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আলিফ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হাফিজুল সরদারের ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আলিফ বিকেলে খেলতে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ীর পাশের একটি রাস্তায় খেলতে যায়। এসময় পা পিছলে রাস্তার পাশে একটি ডোবায় পরে এ মর্মান্তিক মৃত্যু ঘটে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.