স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের ছিলারচর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
বুধবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ছিলারচর বাজারের লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এর আগেই মুরগির দোকান, ওষুধের দোকান, মুদি দোকান সহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুরের ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বলেন, আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক হট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.