গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান টুটুলকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ-১ আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে ফারুক খান মিলনায়তনের সামনে তাকে হাতুড়িপেটা করা হয়। এ সময় তার গাড়ির চালক বাধা দিলে তাকেও মারধর করা হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ রোড এলাকায় সকল প্রকারের গাড়ির চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। এতে ওই দুই মহাসড়কের দু’পাশে আটকা পড়ে শত শত যানবাহন। পরে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ করে উপজেলা পরিষদে রাখা গাড়ির কাছে যান সাহিদুর রহমান টুটুল। এ সময় পেছন দিক থেকে অতর্কিতভাবে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে। পরে হাতুড়ি দিয়ে তাকে পেটাতে শুরু করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মুকসুদপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আট জনকে আটক করা হয়েছে। তবে জড়িতদের ধরতে আমাদের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.